একাদশ শ্রেণি ভর্তি ২০২৫ সময়সূচি আবেদন ফি ও অন্যান্য তথ্য

XI Class Admission 2025 Update Information

একাদশ শ্রেণি ভর্তি ২০২৫ সময়সূচি আবেদন ফি ও অন্যান্য তথ্য

২০২৫ সনের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এসেছে শিক্ষা জীবনের ২য় ধাপ, কলেজ জীবন। একাদশ শ্রেণি ভর্তি ২০২৫ সময়সূচি আবেদন ফি ও অন্যান্য তথ্য

একাদশ শ্রেণির ভর্তির আবেদন 30 জুলাই 2025 ইং রোজ বুধবার শুরু হতে যাচ্ছে। বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের খসড়া নীতিমালার ভিত্তিতে এ বছরও ভর্তি কার্যক্রম হবে সম্পূর্ণ অনলাইনে এবং তিনটি ধাপে বিভক্ত হয়ে সম্পন্ন হবে প্রক্রিয়া।

কলেজ ভর্তির কার্যক্রমের সময়সূচি ২০২৫

আবেদন শুরুর তারিখ: ৩০ জুলাই ২০২৫ ইং বুধবার

একাদশ শ্রেণি ভর্তি ২০২৫ সময়সূচি আবেদন ফি ও অন্যান্য তথ্য আবেদন শেষ তারিখ: ১১ আগষ্ট ২০২৫ ইং সোমবার

ক্লাস শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার)

বিস্তারিত সময়সূচি আসছে:

মেধার ভিত্তিতে ভর্তি, পরীক্ষা নয়

কলেজ/একাদশ শ্রেণির ভর্তিতেও ২০২৫ শিক্ষাবর্ষেও কোনো পরীক্ষা বা লটারি পদ্ধতি থাকছে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের পছন্দ ও মেধাক্রম অনুসারে কলেজ নির্ধারণ করা হবে। একাদশ শ্রেণি ভর্তি ২০২৫ সময়সূচি আবেদন ফি ও অন্যান্য তথ্য

খসড়া নীতিমালা অনুযায়ী, চলতি বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা, যা আগের বছরের তুলনায় ৭০ টাকা বেশি (গতবার ছিল ১৫০ টাকা)। যদিও চূড়ান্ত অনুমোদনের সময় এ ফি পরিবর্তিত হতে পারে।

পছন্দক্রম বাছাই: সর্বনিম্ন ৫, সর্বোচ্চ ১০

শিক্ষার্থীরা তাদের পছন্দমতো সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিতে পারবে। মেধাক্রম, কোটাপ্রথা (যদি প্রযোজ্য হয়) এবং পছন্দ অনুযায়ীই কলেজ নির্ধারণ করা হবে।

আবেদন লিংক:

শিক্ষার্থী বা অভিবাবকরা ঘরে বসেই বা কম্পিউটার দোকান থেকে www.xiclassadmission.gov.bd মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

ভর্তি ফি কোথায় কত?

ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে প্রতিষ্ঠানের ধরন ও অবস্থানের ভিত্তিতে।

এই ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অথচ দেশের কলেজ, মাদরাসা ও কারিগরি মিলিয়ে প্রায় ৩৩ লাখ ৫০ হাজার শূন্য আসন রয়েছে। অর্থাৎ একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে ছাত্র-ছাত্রীদের চিন্তার কোনো কারণ নেই, বরং শিক্ষার্থীদের সামনে রয়েছে কলেজ বেছে নেওয়ার অনেক সুবর্ণ সুযোগ।

গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ

১। সময়মতো আবেদন করুন

২। পছন্দক্রম বাছাইয়ে সতর্ক থাকুন

৩। ভর্তির প্রতিটি ধাপে ওয়েবসাইটে চোখ রাখুন

৪। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তা নিন

৫। ভুল তথ্য ও বিলম্ব এড়িয়ে চলুন

এইচএসসি’র পথে প্রথম ধাপ—একাদশ শ্রেণির ভর্তি। এটি শুধু কলেজে যাওয়ার সুযোগ নয়, বরং এক নতুন সম্ভাবনার দুয়ার। তাই জুলাই থেকে শুরু হওয়া এই যাত্রায় অংশ নিতে প্রস্তুত থাকুন আজই।

কিছু গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর সমূহ:

প্রশ্ন: একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় কখন?

উত্তর: ৩০ জুলাই ২০২৫ বুধবার থেকে আবেদন শুরু হয়ে ১১ আগষ্ট সোমবার পর্যন্ত চলবে।

প্রশ্ন: আবেদন ফি কত টাকা?

উত্তর: এবারের আবেদন ফি ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রশ্ন: ভর্তি ফি কত টাকা দিতে হবে?

উত্তর: প্রতিষ্ঠান ও শহরের ওপর ভিত্তি করে ভর্তি ফি ১,৫০০ থেকে ৮,৫০০ টাকা পর্যন্ত হতে পারে।

প্রশ্ন: ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে?

উত্তর: এসএসসি ফলাফলের ভিত্তিতে তিন ধাপে অনলাইনে আবেদন করে মেধা ও পছন্দক্রম অনুযায়ী কলেজ নির্ধারণ করা হবে।

প্রশ্ন: ক্লাস শুরুর তারিখ কখন?

উত্তর: ৩০ সেপ্টেম্বর ২০২৫।

ভর্তি ইচ্ছুক সকল ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

Xi Class Admission-2025

I Class Admission 2025 Update Information

!!!একাদশ শ্রেণির ভর্তির আবেদন নোটিশ এখানে প্রকাশ করা হবে!!! ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৩০ জুলাই। ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। আগামী ১৫ সেপ্টেম্বর (সোমবার) থেকে ক্লাস শুরু হবে।!!!

Apply Now | SignUp for XI Admission 2025

কলেজ ভর্তির পূর্ণাঙ্গ নির্দেশিকা ২০২৫

XI Admission Nirdeshika 2025

About speedbsl

SPEED COMPUTER & MOBILE, Kashipur Bazar, Shahid Minar, Barishal. Here You Available Product- Mobile and Computer Sales, Service & Accessories, Cheap Rate Or, Low Price Charger, Battery, Memory Card, Skin Paper, Power Cable, Power Supply, Keyboard, Mouse, Printer-Canon 2772, Speaker, Mini Speaker, Printer Ink and Drum, Hard Disk, & Total Computer Solution & All Others Mobile & Computer Product.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *